প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০২:৫৫
স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে ওলগা শুনলেন বাবা আর নেই
প্রথমবার মেয়েদের বিশ্বকাপের ফাইনালে উঠেই শিরোপা জিতেছে স্পেন। দেশকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন স্পেনের অধিনায়ক ওলগা কারমনা। ফাইনালে জয়সূচক একমাত্র গোলটি স্পেনের ২৩ বছর বয়সী এই ডিফেন্ডারের।
স্পেনকে প্রথমবারের মত শিরোপা জেতালেও ওলগার এই রাতটা শেষ পর্যন্ত মোড় নিলো ট্র্যাজেডিতে, বিশ্বকাপ জেতানোর খানিক পরেই জানলেন তার বাবা আর পৃথিবীতে নেই। স্পেন ফাইনালে মাঠে নামার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেন ওলগা কারমনার বাবা। কিন্তু ম্যাচের আগে খবরটি দেয়া হয়নি কারমনাকে। বিশ্বকাপ ট্রফি নিয়ে উল্লাস-উচ্ছ্বাস শেষে কারমনা শুনতে পান, তার বাবা মারা গেছেন। শেষবারের মতো মেয়ের উদ্দেশে দেয়া বার্তায় জানিয়ে গিয়েছেন, মেয়ের জন্য গর্বিত তিনি।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, স্প্যানিশ ফুটবল ফেডারেশন অত্যন্ত দুঃখের সঙ্গে ওলগা কারমনার বাবার মৃত্যুসংবাদ জানাচ্ছে। বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পরই ওলগাকে এই দুঃসংবাদ জানানো হয়েছে।
বাবার মৃত্যুসংবাদ পেয়ে ভেঙে পড়েন স্পেন অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ওলগা লেখেন, 'জানতামই না আজ জীবনে কী ঘটতে চলেছে। সেটা না জেনেই ফাইনালে খেলতে নেমেছিলাম। জানি, আজ যে কীর্তি গড়লাম, তার পিছনে তুমিই শক্তি। জানি, উপর থেকে তুমি আমাকে এখন দেখছো। আমার জন্য গর্ব অনুভব করছো।'
এদিকে ফাইনাল ম্যাচের একমাত্র গোলের পর নিজের জার্সি উঁচিয়ে 'মের্চি' শব্দটি দেখিয়েছিলেন কারমনা। পরে তিনি জানিয়েছেন, নিজের গোলটি প্রিয় বন্ধুর সদ্যপ্রয়াত মাকে উৎসর্গ করার জন্যই জার্সিতে 'মের্চি' লিখে রেখেছিলেন। আর গোল করে সকলের উদ্দেশ্যে সেটি তুলে ধরেন।
২৩ বছর বয়সী এই ডিফেন্ডারের বাবার মৃত্যুতে শোক জানিয়েছে তার ক্লাব রিয়াল মাদ্রিদও। ওলগা, তার পরিবার এবং বন্ধুদের জন্য 'ভালোবাসা এবং সমবেদনা' জানিয়েছে ক্লাবটি।