বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০২:০৫

পরিবর্তিত সূচিতে বিশ্বকাপে কবে কার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ?

পরিবর্তিত সূচিতে বিশ্বকাপে কবে কার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ?
অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তান ম্যাচের কারণে এবারের বিশ্বকাপে মোট ৯টি ম্যাচের সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। যেখানে বাংলাদেশের তিনটি ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে।

১০ অক্টোবর ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের তারিখ ঠিক থাকলেও পরিবর্তিত সূচিতে বাংলাদেশের ওই ম্যাচ অনুষ্ঠিত হবে শুধু দিনের আলোয়।

১৪ অক্টোবর চেন্নাইতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ। ওই ম্যাচ পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে ১৩ অক্টোবর। দিবারাত্রিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এছাড়া ১২ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এগিয়ে আনা হয়েছে ১১ নভেম্বর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়