বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ২২ মে ২০২২, ১৪:৩৩

বিদায়ী ম্যাচে কান্নায় ভেঙে পড়লেন দি মারিয়া

বিদায়ী ম্যাচে কান্নায় ভেঙে পড়লেন দি মারিয়া
অনলাইন ডেস্ক

পিএসজির জার্সিতে আর দেখা যাবে না আনহেল দি মারিয়াকে। আর্জেন্টাইন উইঙ্গার আগেই জানিয়েছিলেন, চলতি মৌসুম শেষে প্যারিস ছাড়বেন তিনি।

মেতজের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ ওয়ানের চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলল মাউরিসিও পচেত্তিনোর দল। সতীর্থরাও তাদের প্রিয় দি মারিয়াকে বিদায় জানাল, বড় জয় উপহার দিয়ে।

দল-বদলের গুঞ্জন-আলোচনার মাঝে হ্যাটট্রিক করে কিলিয়ান এমবাপ্পে ফের জানিয়ে দিলেন কেন তাকে নিয়ে পিএসজি-রিয়াল মাদ্রিদের মধ্যে কাড়াকাড়ি। তবে দি মারিয়া চলে গেলেও পার্ক দে প্রিন্সেসে থাকছেন ফরাসি ফরোয়ার্ড।

ঘরের মাঠে পিএসজি জিতেছে ৫-০ গোলে। ফরাসি জায়ান্টদের হয়ে শেষ ম্যাচে গোল পেয়েছেন দি মারিয়াও। দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়া মেতজের বিপক্ষে ৬৭তম মিনিটে গোলটি করেন ৩৪ বছর বয়সী তারকা। পিএসজির অন্য গোলটি করেন নেইমার।

২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে প্যারিসে আসেন দি মারিয়া। পিএসজির হয়ে এবার শেষ হলো তার সাত বছরের অধ্যায়। মেতজের বিপক্ষে ৭৫ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি।

ম্যাচ শেষে দি মারিয়াকে ‘গার্ড অব অনার’ দেওয়ার পাশাপাশি আলিঙ্গনে সিক্ত করেন লিওনেল মেসি-নেইমার-এমবাপ্পেরা। এ সময় সমর্থক, দর্শক ও সতীর্থদের বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

পিএসজি লিগ শেষ করলো ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে। দুইয়ে থাকা মার্শেইয়ের থেকে ১৫ পয়েন্ট এগিয়ে থেকে আগেই শিরোপা পুনরুদ্ধার করল পচেত্তিনোর দল। মৌসুমের শেষ ম্যাচ খেলে দি মারিয়াকে নিয়ে শিরোপা উদযাপনে মেতে উঠে তার সতীর্থরা।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়