প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০১:১২
নারী ক্রিকেটারদের জন্য ৩৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির
ভারতের সঙ্গে একটি পূর্ণাঙ্গ সিরিজ। টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে হেরে গেলেও ওয়ানডে সিরিজ হয়েছে ১-১ ড্র। ফলে ভারতের মতো শক্তিশালীল দলের সঙ্গে ট্রফি ভাগাভাগি করতে পেরেছে নিগার সুলতানা জ্যোতিরা। ভাগ্য সহায় হলে ওয়ানডে সিরিজটা জিতেও যেতে পারতো। তবুও, এই দুই সিরিজ থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রাপ্তি কম নয়।
যে কারণে আজ বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য মোট ৩৫ লাখ টাকার অর্থপুরস্কার ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ দুপুরে নারী ক্রিকেটাররা যে হোটেলে অবস্থান করছেন, সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন পাপন। এরপরই সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে তিনি বিশাল পরিমাণের অর্থপুরস্কার ঘোষণা করেন।
মেয়েদের জন্য অর্থপুরস্কার ঘোষণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সাধারণত সিরিজ জিতলে আমরা বোনাস দিই। তবে এবার সিরিজ না জিতলেও প্রথম ওয়ানডে জিতেছে ভারতের বিপক্ষে। এজন্য এবং শেষ ম্যাচে টাই করলো।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য, প্লাস যারা পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সবমিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’
ভারতের বিপক্ষে ভালো খেলার কারণে দারুণ খুশি বিসিবি সভাপতি। যে কারণে নারী ক্রিকেটারদের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে যাচ্ছে বিসিবির। সে কথাও জানাতে ভুললেন না বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘মেয়েদের দলকে আমরা যতটা দুর্বল মনে করি। তারা কিন্তু তাদের এত দুর্বল মনে করে না। তারা যত শক্তিশালী প্রতিপক্ষই হোক না কেন, সাহস নিয়ে খেলে। প্রথম ওয়ানডে জিতলো, এটা তো একটা অস্বাভাবিক ব্যাপার।’
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পরই ক্রিকেটারদেরকে অর্থপুরস্কার দেবেন বলে জানিয়েছিলেন পাপন। আজ সাংবাদিকদের সে তথ্য জানিয়ে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে জেতার পর অধিনায়কের সঙ্গে কথা বলি। বলি যে তোমরা বোনাস পাবে। সামনে দুটো ম্যাচ আছে, দেখো সিরিজটা জেতা যায় কি না। আমি নিজে যে খুব বিশ্বাস করেছি তা না। তবে তোমরা খুব ভালো খেলেছো। তারপর যে খেলাটা দেখলাম সিরিজে। একটা জিনিস আমরা বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। তাদের অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো।’
পাপন নিজে মাঠে বসে খেলা দেখেছেন মেয়েদের এবং তাদের জয় দেখে মুগ্ধ হয়েছেন। তিনি বলেন, ‘প্রথমদিন ম্যাচটা দেখেছিলাম মাঠে বসে। ওদিনও আমি বলেছিলাম আমি সন্তুষ্ট, খেলা দেখে হতাশ না। বলার পেছনে কারণ ছিল একটাই ভারতের মেয়েদের যে দলটা, আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তাদের সঙ্গে যেভাবে খেলেছে, খেলাটা আমরা হেরেছি। কিন্তু হতাশ না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ভারত। ওরা যেমন সুযোগ সুবিধা দেয়, আমরা তেমন দিতে পারি না।’