বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০০:১৮

‘ইসলাম মেনে জীবনযাপন করতে’ ১৮ বছরেই অবসর নারী ক্রিকেটারের

‘ইসলাম মেনে জীবনযাপন করতে’ ১৮ বছরেই অবসর নারী ক্রিকেটারের
অনলাইন ডেস্ক

বয়স মাত্র ১৮। তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার কেবল শুরু হয়েছে। এরই মধ্যে অবসরের ঘোষণা দিয়ে দিলেন পাকিস্তান নারী দলের টপঅর্ডার ব্যাটার আয়েশা নাসিম।

ইসলাম ধর্ম মেনে জীবনযাপন করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছেন আয়েশা।

২০২০ সালের মার্চে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হয় আয়েশার। দেশের হয়ে চারটি ওয়ানডে আর ৩০ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ৪০২ রান।

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম খোদ ছিলেন আয়েশার খেলার ভক্ত। তিনি এক টুইটে আয়েশাকে নিয়ে বলেছিলেন, ‘দুর্দান্ত প্রতিভা।’

তবে আয়েশা তার জীবনটা সাজাতে চাইছেন ভিন্নভাবে। পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যমে এসেছে, ১৮ বছর বয়সী এই তরুণী পিসিবিকে বলেছেন, ‘আমি ক্রিকেট ছাড়ছি এবং আমি চাই আমার জীবনটা ইসলাম অনুযায়ী চালাতে।’

সূত্র: ক্রিকেট পাকিস্তান, হিন্দুস্থান টাইমস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়