বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০০:১৭

নতুন জার্সি পরে খেলবেন মেসি

নতুন জার্সি পরে খেলবেন মেসি
অনলাইন ডেস্ক

সাতবারের ব্যালন ডি'অর বিজয়ী লিওনেল মেসির জার্সি বদলে যাচ্ছে ইন্টার মায়ামিতে। বার্সেলোনায় তিনি ১০ নম্বর জার্সি পরে খেলেছেন। আর্জেন্টিনার হয়েও ১০ নম্বর জার্সি পরে খেলেন।

তবে পিএসজির হয়ে তিনি ৩০ নম্বর জার্সি পরে খেলেছিলেন। কিন্তু মায়ামিতে কি তাকে দশ নম্বর জার্সি পরেই খেলতে দেখা যাবে?

মেসিকে রবিবার সদস্য, সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। তার আগে শনিবার সম্পন্ন হয়েছে চুক্তি সই পর্ব। সরকারিভাবে নতুন ইনিংস শুরু করে ফেললেন লিও।

মায়ামির সঙ্গে ২ বছর ৬ মাসের চুক্তি করেছেন মেসি। তার মানে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি মায়ামির হয়ে খেলবেন।

তবে এই মেয়াদ শেষে দুই পক্ষের সম্মতিতে আরও এক বছরের জন্য চুক্তি বাড়ানোর সুযোগ আছে। অর্থাৎ ২০২৬ পর্যন্ত মেসিকে মায়ামিতে খেলতে দেখা যেতে পারে।

মেসির সঙ্গে মায়ামির চুক্তিটা মেজর লিগ সকারের আর দশটা সাধারণ চুক্তির মতো নয়। সাত বারের ব্যালন ডি'অর বিজয়ী ইন্টার মিয়ামিতে প্রতি বছর ৬০০ কোটি টাকার বেশি আয় করবেন।

ক্লাবের তরফে জানানো হয়েছে, এর বাইরে মেজর লিগ সকারের পৃষ্ঠপোষক ও অন্য অংশীদারদের কাছ থেকে টাকা পাবেন মেসি। এমএলএসের সঙ্গে অ্যাপল টিভির চুক্তি থেকে কিছু অংশ দেয়া হবে তাকে। টাকা পাবেন এমএলএসের স্পনসর ও জার্সি সরবরাহকারী অ্যাডিডাসের কাছ থেকেও।

মায়ামিতে তাকে দশ নম্বর জার্সি পরেই খেলতে দেখা যাবে। লিগ কাপে (যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা এমএক্সের সব দলকে নিয়ে নতুন টুর্নামেন্ট) মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ২১ জুলাই প্রথম ম্যাচটা খেলতে পারেন মেসি। যদিও দলের সঙ্গে এখনও অনুশীলন শুরু করেননি তিনি।

১৯ জুলাই ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে মেজর লিগ সকারের যে অলস্টার দলটি খেলবে, সেটা ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। সেখানে মেসির নাম নেই। তাই ওই ম্যাচে মেসির খেলার কোনও সম্ভাবনা নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়