প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০১:১৩
জিম্বাবুয়েকে উড়িয়ে বিশ্বকাপে শ্রীলঙ্কা, বাকি আর এক দল
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আগেই বিদায় নিয়েছে। তবে ভুল করেনি শ্রীলঙ্কা। বাছাইপর্বে এক ম্যাচ হাতে রেখে ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে লঙ্কানরা।
রোববার জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্ব আসরের টিকিট কেটেছে শ্রীলঙ্কা। এতে করে বিশ্বকাপের নয় দল নিশ্চিত হয়ে গেছে, বাকি রয়েছে একটি। ওই একটি জায়গার লড়াইয়ে আছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।
ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস আর সিকান্দার রাজা ছাড়া বলার মতো লড়াই করতে পারেননি আর কেউ।
উইলিয়ামস ৫৬ আর রাজা করেন ৩১ রান। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। ৩২.২ ওভারে ১৬৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
শ্রীলঙ্কার মাহিশ থিকসানা ২৫ রান খরচায় একাই নেন ৪ উইকেট। ১৫ রানে ৩টি উইকেট শিকার দিলশান মধুশঙ্কার।
জবাব দিতে নেমে ওপেনার দিমুথ করুনারত্নে আর পাথুম নিশাঙ্কার ১০১ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার।
করুনারত্নে ৩০ রানে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। ১০২ বলে ১৪ বাউন্ডারিতে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে অপরাজিত ২৫।