প্রকাশ : ২৯ জুন ২০২৩, ১৭:৪০
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম-সাকিবরা
মুসলিম বিশ্বের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা আজ। এদিন পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন ইসলাম ধর্মের অনুসারীরা। ত্যাগ ও খুশির এই দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকারা। সাকিব আল হাসান, তামিম ইকবাল ও তাসকিন আহমেদরা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে এই শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদের আগে ছেলে আরহাম ইকবালকে নিয়ে চট্টগ্রামে কোরবানির হাটের ভিডিও পোস্ট করেছিলেন তামিম। ওয়ানডে অধিনায়ক এবার ঈদ বার্তায় ফেসবুকে লিখেছেন, 'সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।'
বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান এবার পরিবারসহ মাগুরায় ঈদ করছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, 'এই পবিত্র দিন আমাদের ত্যাগের প্রকৃত সারমর্মকে স্মরণ করিয়ে দিক এবং আমাদের সমস্ত প্রচেষ্টায় নিঃস্বার্থতা এবং সহানুভূতি মূর্ত করার জন্য আমাদের অনুপ্রাণিত করুক। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক!'
তারকা পেসার তাসকিন আহমেদ ফেসবুকে লিখেছেন, 'এই পবিত্র ঈদুল আজহা অপরিমেয় সুখ বয়ে আনুক এবং আমাদের হৃদয়ে গভীর সহানুভূতির বোধ জাগিয়ে তুলুক। এটি আমাদের সমস্ত অসম্পূর্ণতা থেকে পরিষ্কার করে বহুলতা ও সাফল্যে ভরা একটি ভবিষ্যতের দিকে পথ প্রদর্শন করুক। সবাইকে জানাই অঢেল শুভেচ্ছা ও ঈদ মুবারক!'
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, 'ঈদ-উল-আজহা মোবারক! এই আনন্দের দিনে ত্যাগ, ঐক্য এবং কৃতজ্ঞতার চেতনা আপনার হৃদয়কে আশীর্বাদে পূর্ণ করুক। সবাইকে ঈদ মোবারক।'
অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন, ঈদও সেখানেই করছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাতে ভুললেন না তিনি, 'ঈদ মোবারক! ঈদুল আজহার ঐশ্বরিক আশীর্বাদ আপনাকে সুখ, সমৃদ্ধি এবং বৃহত্তর মঙ্গলের জন্য নিঃস্বার্থ ত্যাগ করার শক্তি বয়ে আনুক।'
তাওহিদ হৃদয় ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেন, 'ত্যাগ ও ভক্তির চেতনা এই ঈদে আপনার হৃদয়কে আলোকিত করুক। আপনাকে এবং আপনার পরিবারের জন্য ভালোবাসা, আনন্দ এবং সমৃদ্ধির উষ্ণ শুভেচ্ছা পাঠানো হচ্ছে। ঈদ মোবারক!'
মেহেদী হাসান মিরাজ এবার ঈদ পালন করছেন দেশের বাড়িতে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, 'সুখ-শান্তি, সম্প্রীতির জয়গানে, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, কোটি প্রাণে। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক!' আরেক তারকা পেসার হাসান মাহমুদ অবশ্য নিজের একটি ছবি দিয়ে শুধু ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।