প্রকাশ : ২১ জুন ২০২৩, ০২:০৬
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
মালদ্বীপে ৫ জাতি বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে মঙ্গলবার বাংলাদেশ ৭৮-৬৫ পয়েন্টে পাকিস্তানকে হারিয়েছে।
প্রথমার্ধে বিজয়ী দল ৪০-৩৬ পয়েন্টে এগিয়ে ছিল। লাল সবুজ দলের হয়ে মিঠুন বিশ্বাস সর্বোচ্চ ২৬ পয়েন্ট অর্জন করেছেন। এছাড়া বাপ্পী পেয়েছেন ১৪ পয়েন্ট, তনু ১২।
পরের ম্যাচে ভুটান ও নেপালের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে বৃহস্পতিবার।