প্রকাশ : ১৯ জুন ২০২৩, ২৩:৩০
ইমার্জিং এশিয়া কাপের দলে সৌম্য-নাইম
আসন্ন ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার আর নাইম শেখও।
এই টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাইফ হাসান। সহঅধিনায়ক হিসেবে থাকছেন জাতীয় দলের হয়ে সদ্য টেস্ট ম্যাচ খেলা জাকির হাসান। রয়েছেন জাতীয় দলের মাহমুদুল হাসান জয়ও।
এবারের ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। আগামী ১৪ জুলাই থেকে শুরু এই টুর্নামেন্ট। যেখানে গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ওমান ও শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ম্যাচ উদ্বোধনী দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে।
ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দল
সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান (সহঅধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, তানজিদ হাসান তামিম, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আকবর আলী, মুশফিক হাসান, নাঈম শেখ, রিপন মন্ডল, তানজিম হাসান সাকিব।
রিজার্ভ: অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান, হাসান মুরাদ।