বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে

প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০১:০৩

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন আফিফ

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন আফিফ
অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব এবং পেসার এবাদত হোসেন।

সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন কেবল জাকের আলী অনিক। এই উইকেটরক্ষক ব্যাটারের অবশ্য অভিষেক হয়নি। কোনো ম্যাচ না খেলেই বাদ পড়লেন তিনি।

আফিফ সবশেষ টি-টোয়েন্টি খেলেন ঘরের মাঠে মার্চে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর সীমিত ওভারের দল থেকে বাদ পড়েছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার।

দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার রনি তালুকদার, মিডল লোয়ার অর্ডার শামীম হোসেন পাটোয়ারী ও লেগস্পিনার রিশাদ হোসেন।

ঈদুল আজহার পর আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সে সিরিজের দল ঘোষণা হয়েছে আগেই।

এবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হলো। এই ম্যাচ দুটি হবে আগামী ১৪ ও ১৬ জুলাই, সিলেটে।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়