সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:১৩

কিশোরগঞ্জে কৃষকের ধান কাটা শুরু করলো ছাত্রলীগ

কিশোরগঞ্জে কৃষকের ধান কাটা শুরু করলো ছাত্রলীগ
অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া শুরু করেছে ছাত্রলীগ। বুধবার (২৬ এপ্রিল) জেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নের নেতৃত্বে সদর উপজেলার মারিয়া এলাকার কৃষক মতি মিয়া, শাহজাহান ও জয়নালের ছয় বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ। ধান কাটার পুরো মৌসুমে আমরা কৃষকদের পাশে থাকবো। যেখানেই শুনবো কৃষকরা শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না, সেখানেই ঝাঁপিয়ে পড়বো।

কৃষক মতি মিয়া, শাহজাহান ও জয়নাল বলেন, ‘আমাদের জমির ধান কাটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। ছাত্রলীগের ভাইয়েরা আমাদের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে আমাদের অনেক বড় উপকার করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’

শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ জেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়