প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৮
বিএনপির দুর্গে ৫০ বছর পর আওয়ামী লীগের হানা
বিএনপির দুর্গ খ্যাত বগুড়ার-৬ (সদর) আসনে ৫০ বছর পর জয়ের দেখা পেল আওয়ামী লীগ। বুধবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ উপ-নির্বাচনে ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক মার্কা) আবদুল মান্নান আকন্দ পেয়েছেন ২১ হাজার ৮৬৪ ভোট।
সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ১৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।
এ আসনে তৃতীয় হয়েছেন লাঙল প্রতীকের নুরুল ইসলাম ওমর। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৯৫ ভোট। এছাড়া আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৭৪ ভোট। তিনি চতুর্থ হয়েছেন।
রাত সোয়া ৯টার দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭৪৩ জন। এরআগে ১৯৭৩ সালে বগুড়া-৬ আসনে আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছিল।
উইকিপিডিয়া সূত্র জানায়, বগুড়া-৬ আসনটি সৃষ্টি হয়েছে ১৯৭৩ সালে। ওইবছর এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী এস এম সিরাজুল ইসলাম সুরুজ। এরপর থেকে কয়েকবার বাদে বেশিরভাগ সময়ই বিএনপির দখলে ছিল আসনটি।