প্রকাশ : ১৪ মে ২০২২, ১৬:১০
‘বিএনপি মচকাবে, ভাঙবে না’
‘বিএনপি মচকাবে, ভাঙবে না’ বলে মন্তব্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
শনিবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, যত চেষ্টা করার করেন, বিএনপিকে ভাঙা যাবে না। বিএনপি মচকাবে, তবু ভাঙবে না। কেউ যদি হালুয়া-রুটির লোভে দলের সঙ্গে বেঈমানি করে সেই বেঈমানদের জায়গায় দল এবং বাংলাদেশে হবে না।
তিনি বলেন, অনির্বাচিত সরকারের কলাকুশলীরা একটি নির্বাচনী রোড ম্যাপ তৈরি করছেন বলে শোনা যাচ্ছে। তবে এ রোড ম্যাপ নির্বাচনী নয়, এটা হচ্ছে কীভাবে কোন পথে বাংলাদেশ থেকে অনির্বাচিত সরকার বিদায় নিবে এবং পালানোর চেষ্টা করবে সেই রোড ম্যাপ।
বিএনপির এই নেতা বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার অহেতুক চেষ্টা করবেন না। বিএনপি আপনাদের মিথ্যা আশ্বাসে আর কোনো নির্বাচনে অংশ নেবে না।
তিনি বলেন, স্বৈরাচার এরশাদও আন্দোলনে ভেসে গেছে। এই অনির্বাচিত সরকারের হাতে অল্প কয়েকদিন সময় আছে, তাদের বিদায় নিতে হবে।
এ সময় দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করতে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যের মূল্য বৃদ্ধি করা হচ্ছে বলে অভিযোগ করেন জয়নুল আবেদীন।
সূত্র: আরটিভি