রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২, ১৩:০৩

ঢাবি এলাকায় ছাত্রলীগের শোডাউন

ঢাবি এলাকায় ছাত্রলীগের শোডাউন
অনলাইন ডেস্ক

বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তার আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে ছাত্রলীগের কর্মীরা।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে অবস্থান নেন তারা। এছাড়াও হাইকোর্ট, ঢাকা মেডিক্যাল কলেজ, প্রেস ক্লাব এলাকায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা মোটরসাইকেল নিয়ে শোডাউন করছে।

সকালে সরেজমিন ঘুরে এসব চিত্র দেখা যায়।

সকাল থেকেই শাহবাগ চত্বরে অবস্থান নেয় ঢাবির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের নেতাকর্মীরা। আজিমপুরের পলাশী গোল চত্বরের পাশে অবস্থান নেয় সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগ, শহীদ মিনার এলাকায় অবস্থান নেয় জসীম উদ্দিন হল ছাত্রলীগ, দোয়েল চত্বরে অবস্থান নেয় ড. মুহাম্মদ শহিদুল্লাহ হল ছাত্রলীগ, ফজলুল হক হল ছাত্রলীগ, অমর একুশে হল ছাত্রলীগ এবং নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় শহীদ সার্জেন্ট জহুরুল হক ও স্যার এফ রহমান হল ছাত্রলীগ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নীলক্ষেত মোড় দিয়ে বিএনপির সমাবেশ যেতে চাইলে অবস্থান নেওয়া জহুরুল হক ছাত্রলীগ ও স্যার এ এফ রহমান হল ছাত্রলীগ নেতাকর্মীরা সিএনজি থেকে নামিয়ে মারধোর করে তাদের পুলিশের হাতে তুলে দেয়। এখন পর্যন্ত নীলক্ষেত মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকা থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও ক্যাম্পাস এলাকায় গাড়ি প্রবেশ করতে চাইলেই তল্লাশি চালাচ্ছে ছাত্রলীগ। সন্দেহ হলেই মারধর করে পুলিশের হাতে তুলে দিচ্ছে। তবে এই বিষয়ে কথা বলতে চায়নি পুলিশ সদস্যরা।

ঢাবি ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, আজকের বিএনপি জামায়াতের নাশকতামূলক কর্মকাণ্ড তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, আগুন সন্ত্রাসের প্রতিষ্ঠান। এগুলোর কারণে আমরা মনে করি গোটা বাংলাদেশের সাধারণ মানুষের ছাত্র সমাজের মাঝে এক অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছে গণতন্ত্রের লাইসেন্স নিয়ে, রাজনীতির লাইসেন্স নিয়ে। আগুন সন্ত্রাস কখনো রাজনীতির ভাষা হতে পারে না। যারা এই সন্ত্রাস কায়েম করতে চায় এদের প্রতিহত করতে হবে এবং বাংলার মাটি থেকে এদের মূল উৎপাটন করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা যারা বিশ্ববিদ্যালয় ছেলেমেয়েরা আছি, তারা বহু লড়াই সংগ্রাম করে ও দেশনেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে একটি সেশনজট মুক্ত ক্যাম্পাস পেয়েছি। আমাদের মায়েদের স্বপ্ন পূরণের সক্ষমতা আমরা পেয়েছি এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ করার সুযোগ আমাদের বেড়েছে। এটিকে আমরা কখনও অনেক অনিরাপদ হতে দিতে পারি না।’

এখন ‘অনির্বাচিত সরকারকে’ ক্ষমতায় আনতে দালালি চলছে অভিযোগ করে তিনি বলেন, ‘রাজনীতির নামে যারা দুর্নীতিবাজদের পূর্ণ প্রতিষ্ঠার চেষ্টা করছে তাদের কঠোর হাতে প্রতিহত করতে হবে। দলমত নির্বিশেষে এদের বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আমরা মনে করি এটি বর্তমান ছাত্র সমাজের প্রধানতম রাজনৈতিক কর্মসূচি। আমরা সেই জায়গা থেকে কাজ করার চেষ্টা করছি। সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়