রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০১:১৬

রাষ্ট্রের সব বিভাগে আওয়ামী চেতনা সংক্রমিত: রিজভী

রাষ্ট্রের সব বিভাগে আওয়ামী চেতনা সংক্রমিত: রিজভী
অনলাইন ডেস্ক

রাষ্ট্রের সব বিভাগে আওয়ামী চেতনা ঝড়ের বেগে সংক্রমিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমানে বিচার বিভাগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে। গতকাল প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি বাড়াবাড়ি করলে আবারও খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দেবো। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের বক্তব্য প্রমাণ করে কোনো অপরাধের কারণে নয়, শেখ হাসিনার নির্দেশেই খালেদা জিয়া বন্দি।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ১৪ বছর আগে ১৫টি মামলা মাথায় নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শেখ হাসিনা। ১৫ হাজার কোটি টাকার দুর্নীতির সেই মামলাগুলো আজ কোথায়? ওই মামলাগুলো উনি চিবিয়ে খেয়েছেন। আর চার বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার মিথ্যা মামলায় কারারুদ্ধ করে এখন হুংকার দিচ্ছেন আবারও জেলে পাঠাবেন।

বিএনপির এ নেতা দাবি করেন, কোনো ব্যাংকে ডলার নেই। এক ব্যাগ রক্তের দামের চেয়ে এক কেজি চালের দাম এখন অনেক বেশি। শেখ হাসিনার উন্নয়নের সরকার মূলত বাঁশবান্ধব সরকার। কারণ অধিকাংশ মেগা প্রকল্পে বাঁশ ব্যবহার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, মীর শরাফত আলী সপু, রফিকুল আলম মজনু, আমিনুল হক, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়