প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৪
শীর্ষ মহলের নির্দেশে শাওনের লাশ হস্তান্তর করছে না কর্তৃপক্ষ : রিজভী
মুন্সিগঞ্জে বিএনপির সমাবেশে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওনের লাশ হস্তান্তরে হাসপাতাল কর্তৃপক্ষ গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, বারবার যোগাযোগ করেও যুবদল কর্মী শাওনের লাশ হস্তান্তর করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোনো শীর্ষ মহলের নির্দেশের কারণে লাশ হস্তান্তর করা হচ্ছে না বলে মনে করেন রিজভী।
তিনি অবিলম্বে নিহত শাওনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করার জোর দাবি জানান।
এর আগে, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দলীয় নেতা-কর্মী হত্যার প্রতিবাদে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মুন্সিগঞ্জ শহরের অদূরে মুক্তারপুরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। সেখানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে গুলিতে শাওন ভূঁইয়া ও বিএনপির সমর্থক জাহাঙ্গীর মাদবর (৩৮) গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম শাওন (২৬) মারা যান।