রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:১০

ইসি এই সরকারকে টিকিয়ে রাখতে চায় : মির্জা আব্বাস

ইসি এই সরকারকে টিকিয়ে রাখতে চায় : মির্জা আব্বাস
অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশন (ইসি) যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে তার সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই নির্বাচন কমিশন কে? কে তাকে নিয়োগ দিয়েছে? তিনি কি বৈধ নির্বাচন কমিশন? বাপের তালুকদারি পাইছেন? ওনারা বলবেন, আর নির্বাচন হয়ে যাবে। আমরা জনগর মুখে আঙুল দিয়ে বসে থাকবো।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সুস্থ্যতা কামনায় সম্মিলিত ছাত্র, যুব ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ইসি দালাল গোষ্ঠী এই সরকারকে টিকিয়ে রাখতে চায়। বিদেশি প্রভুদের সন্তুষ্ট করতে চায়। এই সরকারের অধীনে কোন নির্বাচন জনগন মেনে নেবে না। এই ইসির অধীনে নির্বাচন নয়। নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

সাবেক এই মন্ত্রী বলেন, সরকারের পতন ঘটিয়ে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বাস্তবায়ন করা হবে। প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ গুলি করে, বিএনপিও গুলি খাওয়া শিখে গেছে। একদিন এ সব হত্যার বিচার করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়