রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:২৯

রাতে বঙ্গমাতা সেতুতে প্রথম টোল দিলেন প্রাণিসম্পদ মন্ত্রী

রাতে বঙ্গমাতা সেতুতে প্রথম টোল দিলেন প্রাণিসম্পদ মন্ত্রী
অনলাইন ডেস্ক

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। সেতুতে ৩০ টাকা টোল দিয়ে প্রথম গাড়ি নিয়ে পার হন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

রোববার (৪ সেপ্টেম্বর) রাত ১২টা ০১ মিনিটে সিডান কার নিয়ে তিনি সেতু পার হন। এর আগে একই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করেন। এরপর থেকে সেতুটি পায়ে হেঁটে পারাপারের জন্য উন্মুক্ত ছিল।

সড়ক ও জনপথ বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, রোববার রাতে সেতুর কুমিরমারা প্রান্তের টোল প্লাজায় গাড়ির নির্ধারিত ৩০ টাকা টোল দিয়ে পার হন প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সেতুতে ওঠার পর গাড়ি থামিয়ে কিছু সময় সৌন্দর্য উপভোগ করেন তিনি।

এ সময় তার সঙ্গে পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়