প্রকাশ : ২৯ আগস্ট ২০২২, ১৬:৩১
বঙ্গবন্ধু হত্যার পূর্ণাঙ্গ বিচার হয়নি : প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যারা কুশীলব তাদের সবার বিচার হয়নি। তাই বলতে চাই, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে অসম্পূর্ণ বিচার। পূর্ণাঙ্গ বিচার হয়নি।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যারা কুশীলব তাদের সবার বিচার হয়নি। যাদের বিচার হয়নি তাদের বিরুদ্ধে এখনো চার্জশিট হতে পারে। ফৌজদারি কার্যবিধির ১৭৩ এর সাব সেকশন টু এর স্মল বি অনুসারে এখনো চার্জশিট হতে পারে। তাই বলতে চাই, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে অসম্পূর্ণ বিচার। পূর্ণাঙ্গ বিচার হয়নি।
রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধুকে প্রটেকশন দেওয়ার জন্য সিভিল এবং ল এনফোর্সমেন্ট এজেন্সির যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা কি ব্যর্থ হয়েছেন নাকি নিজেদের কচ্ছপের মতো গুটিয়ে রেখেছিলেন, তাদেরও বিচার করা হয়নি। যারা মারা গেছে তাদের তো আর বিচার হবে না, তবে এতটুকু দেখা যেতে পারে যে, তিনি জড়িত এ তথ্য পাওয়া গেছে। যেহেতু তিনি মারা গেছেন, তাই তার বিচার করা গেল না।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সঠিকভাবে করা না গেলে আবার যে মোস্তাক, জিয়া জন্মাবে না এবং জুডিশিয়ারি ইতিহাসের কলঙ্ক রচনাকারী আবু সাদাত মোহাম্মদ সায়েমরা আসবেন না এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা সে সময় দেশে ফিরে এসেছেন বলে সাহস নিয়ে বিচার করেছেন। অন্যথায় এই বিচার হতো না।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায়, বীরপ্রতীক লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ খাঁন এবং বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময় প্রমুখ।