রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে

প্রকাশ : ২৬ আগস্ট ২০২২, ১৭:৩৩

‘পরিচিত লোক থাকায় দুর্নীতির খবর আমিও পাই’

‘পরিচিত লোক থাকায় দুর্নীতির খবর আমিও পাই’
অনলাইন ডেস্ক

অনেক পরিচিত লোক থাকায় আমিও দুর্নীতির অনেক খবর পাই বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শুক্রবার (২৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, আমি যেহেতু অয়েল সেক্টরে চাকরি করেছিলাম। অয়েল সেক্টরে দীর্ঘ দিনের অভিজ্ঞতা আছে আমার। অনেক পরিচিত লোক থাকায় আমি দুর্নীতির অনেক খবর পাই।

তিনি বলেন, সরকার মানুষের পেটে তিনবার লাথি মেরেছে। একবার হচ্ছে রিজার্ভ সংকটের ফলে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করে, দ্বিতীয় ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বেশি মূল্যে আমদানি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে এবং তেলের দাম বাড়ার কারণে এক একটি দ্রব্য মূল্যের দাম তিন চার বার করে বেড়েছে।

জাপা চেয়ারম্যান বলেন, সেচের জন্য পানি না দিতে পারলে খাদ্য সংকট হবে। সরকার এক থেকে দুই ঘণ্টার লোডশেডিংয়ের কথা বললেও গ্রামে আট থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বিদ্যুতের অভাবে সেচের জন্য পানি না দিতে পারলে খাদ্য উৎপাদন কম হবে।

জিএম কাদের বলেন, বিদ্যুৎ ও জ্বালনি সেক্টর হচ্ছে দুর্নীতির আখড়া। সব সেক্টরেই দুর্নীতি আছে, তবে এই দুই সেক্টর গোপন দেখে সাধারণ মানুষ জানে না যে, এত বড় দুর্নীতির আখড়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়