রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে

প্রকাশ : ২৪ আগস্ট ২০২২, ১৭:৪৪

বিএনপি রাজাকার আলবদরদের অনেক মূল্যায়ন করে : আইনমন্ত্রী

বিএনপি রাজাকার আলবদরদের অনেক মূল্যায়ন করে : আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক

বিএনপির শাসনামলে দেশ বিরোধীদের গাড়িতে পতাকা উড়ানোর অধিকার দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মন্ত্রী বলেন, বিএনপি শাসনামলে রাজাকার, আলবদরদের অনেক মূল্যায়ন ছিল। যারা মুক্তিযুদ্ধের সময় এদেশের মুক্তিকামী মানুষকে, মা-বোনদেরকে অসহনীয় অত্যাচার করে নৃশংসভাবে হত্যা করেছিল বিএনপি তাদের মতো দেশ বিরোধীদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে এদেশের জাতীয় পতাকা উড়ানোর অধিকার দিয়েছিল। তারা মুজাহিদ ও নিজামীদের মতো স্বাধীনতা বিরোধীদের কদর করত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌর মেয়র এমজি হাক্বানী, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা রুস্তুম আলী, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বকুল ও বীর মুক্তিযোদ্ধা কবির আহাম্মদ খানসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়