প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ১৪:০১
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে : শাজাহান খান
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যে বক্তব্য দিয়েছেন তাতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।
সোমবার (২২ আগস্ট) সকালে মাদারীপুর শহরের লেকেরপাড়ে ‘পলাশী থেকে ধানমন্ডি’ মনুমেন্ট নির্মাণ কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সরকার বা দলের নয়। এটা তার ব্যক্তিগত মতামত, এর দায় সরকার নিবে না। তিনি কিসের জন্য এমন বক্তব্য দিয়েছেন সেটা পররাষ্ট্রমন্ত্রী জানেন। শেখ হাসিনা সরকার কোনো দেশের লেজুরবৃত্তি করে না। প্রজা হিসেবে কোথায় থাকে না। বাংলাদেশ স্বাধীন দেশ, এদেশের নাগরিক সবাই স্বাধীন। সুতরাং স্বাধীন দেশের জনগণের মতামতে সরকার প্রতিষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, নির্বাচন হলো একমাত্র সরকার পরিবর্তনের পন্থা। শেখ হাসিনা সরকার কারো দয়ায় ক্ষমতায় আসেনি, জনগণের ভোটে শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন। আগামী নির্বাচনে জনগণ চাইলে আবারও ক্ষমতায় আসবেন।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি’র মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমসাদউজ্জামান মিমুন, পলাশী থেকে ধানমন্ডি’র শিল্পী বিল্পব দত্তসহ অনেকেই।