রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে

প্রকাশ : ২০ আগস্ট ২০২২, ১৯:০০

দুই শত্রুর হুমকির মুখে বাংলাদেশ: ইনু

দুই শত্রুর হুমকির মুখে বাংলাদেশ: ইনু
অনলাইন ডেস্ক

‘এ মুহূর্তে দুই শত্রুর হুমকির মুখে রয়েছে বাংলাদেশ। একটা শত্রু হচ্ছে গণতন্ত্রের ঘোমটা পড়া বিএনপি। আরেকটা ধর্মের মুখোশ পড়া জামায়াত।’

শনিবার (২০ আগস্ট) বরিশাল নগরীর বান্দরোড জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিভাগীয় প্রতিনিধি সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এ কথা বলেন।

ইনু বলেন, এ দুদল একই হাতের এপিঠ-ওপিঠ। তারা দেশে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তালেবানি শাসন কায়েম করতে চায়। বাংলাদেশকে আফগানিস্তানের পথে নিয়ে যেতে চায়। এ দুই শত্রুর অপচেষ্টা প্রতিহত করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

জাসদ বরিশাল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুবের সভাপতিত্বে বিভাগীয় প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম।

সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন। এতে সঞ্চালনা করেন জাসদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়