রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ১৭:০৫

পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেল পাচারের আশঙ্কা ছিল : ওবায়দুল কাদের

পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেল পাচারের আশঙ্কা ছিল : ওবায়দুল কাদের
অনলাইন ডেস্ক

‘দাম বেশি হওয়ায় পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেল পাচারের আশঙ্কা ছিল’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৭ আগস্ট) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বাড়ার কারণে সরকার নিরুপায় হয়ে দাম বাড়িয়েছে। বিশ্ববাজারে দাম কমলে সরকার আবারও জ্বালানি দাম সমন্বয় করবে।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্থিতিশীল হয়ে ওঠে। ফলে ডলারের সঙ্গে টাকার বিনিময় হারেও প্রভাব পড়ে, এতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) লোকসান গুনতে হচ্ছে। পার্শ্ববর্তী দেশেও জ্বালানি তেলের দাম বেশি হওয়ায় পাচারের আশঙ্কা ছিল। এ কারণে সরকারকে বাধ্য হয়ে দাম সমন্বয় করতে হয়েছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিশেষজ্ঞদের মতে বিশ্ববাজারে শিগগিরই জ্বালানির দাম স্থিতিশীল হতে শুরু করবে, সেটা আমাদের জন্য আশার বার্তা বয়ে আনবে।

এ সময় কৃষি উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে সরকার সহায়তা কর্মসূচির আওতা বৃদ্ধি বিবেচনায় নিচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়