প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ১৩:৪৮
আওয়ামী লীগের আয় বেশি, ব্যয় কম
২০২০ সালের তুলনায় ২০২১ সালে আওয়ামী লীগের ব্যয়ের চেয়ে আয় বেড়েছে।
রোববার (৩১ জুলাই) সকালে ইসি সচিবের কাছে বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা দেয় আওয়ামী লীগ। সেখান থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর আওয়ামী লীগের আয় হয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা, যা আগের বছরের তুলনায় ১০ কোটি ৯০ লাখ দুই হাজার ৫৭৩ টাকা বেশি। ২০২০ সালে দলটির আয় ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা।
এ ছাড়া গত বছর আওয়ামী লীগের ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা, যা ২০২০ সালের তুলনায় ৩ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা কম। ২০২০ সালে দলটির ব্যয় হয়েছিল ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা।
মোট আয়-ব্যয়ের হিসাব করলে ২০২১ সালে আওয়ামী লীগের ব্যয়ের তুলনায় আয় বেড়েছে দ্বিগুণ। অর্থাৎ গত বছরে দলটির ব্যয়ের চেয়ে আয় বেশি প্রায় ১৫ কোটি।
এদিকে গত ২৮ জুলাই বিএনপির জমা দেওয়া প্রতিবেদনের তথ্যমতে, ২০২১ সালে দলটির আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। গত বছরে বিএনপির আয় হয়েছে ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা, আর ব্যয় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। অর্থাৎ গত এক বছরে দলটির আয়ের চেয়ে ১ কোটি ১৪ লাখ টাকা বেশি ব্যয় হয়েছে।
২০২০ সালে বিএনপির আয় ছিল ১ কোটি ২২ লাখ ৫৪ হাজার ২৫৯ টাকা, আর ব্যয় হয়েছিল ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। ঘাটতি ছিল ৫১ লাখ ৯৯ হাজার ৩৬৪ টাকা।