প্রকাশ : ৩০ জুলাই ২০২২, ১৬:২৫
উন্নয়নের নামে ভাঁওতাবাজি করছে সরকার : ফখরুল
‘উন্নয়নের নামে সরকার ভাঁওতাবাজি করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
শনিবার (৩০ জুলাই) দুপরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, লোডশেডিং আর গ্যাস সংকট মানুষ আজ দিশেহারা। সরকার পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করেছে। তারা যেভাবে লুটপাট করেছে, তা ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না।
তিনি বলেন, উন্নয়নের নামে ভাঁওতাবাজি করছে সরকার। বিদ্যুৎ উৎপাদনের নামে কোটি কোটি টাকা পাচার করেছে তারা। সব অপকর্মের সঙ্গে জড়িত এই সরকার।
এ সময় সরকারের বিরুদ্ধে এক দফা আন্দোলন করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব।
এর আগে, সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে শনিবার সকালে ৯টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশকে কেন্দ্র করে আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি দেখা গেছে।