রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে

প্রকাশ : ২৯ জুলাই ২০২২, ১৭:০৩

এই মুহূর্তে পদত্যাগ করুন : মির্জা ফখরুল

এই মুহূর্তে পদত্যাগ করুন : মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক

এখন একটাই দাবি, এই মুহূর্তে পদত্যাগ করুন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ২০২১ দেশে সালে বিদ্যুৎ খাতে লোকসান হয়েছে ২৮ হাজার কোটি টাকা। এ ছাড়া কোনো টেন্ডার না করে বিদ্যুৎ আমদানির জন্য কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট করা হয়েছিল। এর মাধ্যমে হাজার কোটি টাকা লুটে নেওয়া হয়েছে।

তিনি বলেন এখন বিদ্যুৎ, এরপর জ্বালানি তেল। এরপর দেখবেন রিজার্ভ শেষ হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। তাই এখন একটাই দাবি, এই মুহূর্তে পদত্যাগ করুন।

নতুন নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্যাহ আমানের সভাপতিত্বে ও সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ফজলুল হক মিলনসহ অন্যান্য নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়