রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে

প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ১৫:৪৯

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক
অনলাইন ডেস্ক

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একজন বিচারপতির নেতৃত্বে স্বাধীন কমিশন প্রতিষ্ঠার রুপরেখা নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সঙ্গে বৈঠক করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান এবং যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।

বৈঠকে বর্তমান প্রতিযোগিতা কমিশনকে ঢেলে সাজিয়ে এবং প্রয়োজনীয় আইন এবং বিধিমালার সংষ্কার করে একটি উচ্চক্ষমতা সম্পন্ন স্বাধীন কমিশন প্রতিষ্ঠার রুপরেখা সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনার জন্য বাণিজ্যমন্ত্রীর নিকট হস্তান্তর করেন ববি হাজ্জাজ।

তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ যেকোন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। তবে যেকোন সংকট মোকাবেলায় আলোচনা এবং রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠা করা জরুরি। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে এবং উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে 'স্বাধীন কমিশন' প্রতিষ্ঠার ধারণাপত্র সরকারের উচ্চ পর্যায়ে পেশ করেছি।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্য এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, বাজার সিন্ডিকেট এবং অতিরিক্ত মুনাফা লোভীদের অনৈতিক ব্যবসায়ী মনোভাব, বাজার নিয়ন্ত্রণে সমন্বিত কার্যকর কৌশল না থাকা, নমিনাল এক্সচেঞ্জ রেটের সাথে রিয়েল ইফেক্টিভ একচেঞ্জ রেটের পার্থক্য, অতিরিক্ত আমদানি নির্ভরতা, আয় বৈষম্য, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ইত্যাদি নানা কারণে সৃষ্ট উচ্চ দ্রব্যমূল্য জনগণের ভোগান্তির যে কারণ হয়ে দাঁড়িয়েছে সেখান থেকে উত্তরণের জন্য আমাদের প্রস্তাবিত ক্ষমতা এবং কার্যপরিধি সম্পন্ন একটি স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠা জরুরি বলে আমরা মনে করি। আমরা কার্যকর একটি সমাধান নিয়ে আজ বাণিজ্য মন্ত্রণালয়ে এসেছি। রাষ্ট্রের প্রয়োজনে ধারাবাহিকভাবে এনডিএম প্রতিটি জাতীয় সমস্যা ধরে ধরে এরকম সমাধানের ফর্মুলা জাতির সামনে উপস্থাপন করছে।

গত ০৫ জুন এনডিএম এর পক্ষ থেকে স্বাধীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রন কমিশন প্রতিষ্ঠার রুপরেখা জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতিতে পেশ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়