প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ১৩:৩৬
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হায়দার আলীর মৃত্যু
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব ব্যারিস্টার হায়দার আলী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন লিভারের জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।
রবিবার (২৪ জুলাই) রাতে রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হায়দার আলীর ছেলে ব্যারিস্টার মো. জিসান হায়দার জানান, তার বাবা দীর্ঘদিন লিভারের জটিলতায় ভুগছিলেন। তার মরদেহ তারা গ্রামের বাড়ি শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলায় নিয়ে যাচ্ছে। সেখানে ভোটকান্দি ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।
হায়দার আলী তার কর্মজীবনে তথ্য, বস্ত্র ও পাট, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে ঢাকা ও মুন্সীগঞ্জের ডিসি ছিলেন তিনি।
সরকারি চাকরি থেকে ২০০৮ সালে অবসরে যাওয়ার পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন হায়দার আলী। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।