প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ১৭:১২
নির্বাচনে মানুষের আস্থা নেই, ভোট দিতেও ঘৃণা করে : ফখরুল
‘নির্বাচনে মানুষের কোনো আস্থা নেই, তারা এখন ভোট দিতেও ঘৃণা করে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আগে উৎসব করে ভোট দিলেও এখন মানুষ ভোটকেন্দ্রে যায় না। ভোট দেওয়াকে ঘৃণা করে। নির্বাচনে মানুষের কোনো আস্থা নেই।
তিনি বলেন, দেশ গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপন্ন। মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট-দুর্নীতি হচ্ছে। দারিদ্র্যের হার দুই শতাংশ বেড়ে ৪২ হয়েছে। তেল-গ্যাসসহ সব কিছুর দাম বেড়েছে। এ সংকট নিরসনে সরকারকে পদত্যাগ করতে হবে। দেশের সংকট নিরসনে একমাত্র বিকল্প বিএনপি।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশকে কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে এ সরকার। সাংবাদিকরা আজ লিখতে ভয় পান, বিচারপতিরা ন্যায়বিচার করতে ভয় পান। ডিজিটাল নিরাপত্তা আইন করে সরকার ভিন্নমত পোষণকারীদের দমিয়ে দিচ্ছে।
মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মাধ্যমে এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের অবসান করা হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই।