রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে

প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ১৫:৫২

জনগণের ভোটেই ক্ষমতা পরিবর্তন হবে : কাদের

জনগণের ভোটেই ক্ষমতা পরিবর্তন হবে : কাদের
অনলাইন ডেস্ক

‘জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৩ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, দেশের সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। শর্ত দিয়ে নির্বাচনি প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। তারা ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা চালায়।‘

বিএনপির সময় দেশে কোনো উন্নয়ন ও অগ্রগতি হয়নি’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেখে তাদের গা জ্বালা করে। এ কারণেই তারা গুজব ও অপপ্রচারের মধ্য দিয়ে মেগা প্রকল্পসমূহ বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে চায়।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে পরিস্থিতিকে ভয়াবহতার দিকে ঠেলে দিচ্ছে। তাদের রাজপথের শক্তি যত হ্রাস পাচ্ছে, মিডিয়ার সামনে তাদের নেতাদের হাস্যকর তর্জন-গর্জন ততই বৃদ্ধি পাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলায় জাতিসংঘ থেকে শুরু করে কমনওয়েলথ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশ্ব সভায় বাংলাদেশের সফলতা প্রশংসিত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়