রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে

প্রকাশ : ১৬ জুলাই ২০২২, ১৯:২৮

সুষ্ঠু নির্বাচনের জন্য কারও তদবিরের প্রয়োজন নেই : আইনমন্ত্রী

সুষ্ঠু নির্বাচনের জন্য কারও তদবিরের প্রয়োজন নেই : আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য কারও দরজায় তদবিরের প্রয়োজন নেই। নির্বাচন কমিশন (ইসি) একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে।

শনিবার (১৬ জুলাই) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারাবিশ্বে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। আমাদের দেশেও দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এবার নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই ভোট হবে। নির্বাচনের সময় যে সরকার থাকবে তারা শুধু দৈনন্দিন কাজ করার জন্যই থাকবে। সেটা আইনের মধ্যেই আছে।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম দেশ। এখানে আইনের মাধ্যমে স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হবে। আমরা আশা করব- সবাই নির্বাচনে আসবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, জিআইজেডের কান্ট্রি ডিরেক্টর ড. আন্দ্রেজ কুচ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়