প্রকাশ : ২২ জুন ২০২২, ১৭:৫০
‘সরকার নয়, বন্যার্তদের বেশি টাকা দিচ্ছে সামাজিক সংগঠনগুলো’
সরকারের চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো বন্যার্তদের বেশি টাকা দিচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বুধবার (২২ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
মান্না বলেন, সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যাকবলিত এলাকার মানুষের সঙ্গে সরকার রসিকতা শুরু করেছে। কোটি মানুষের জন্য সরকার কীভাবে ৬০ লাখ টাকা বরাদ্দ দিতে পারে। এর থেকে বেশি টাকা তো বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন দিচ্ছে।
এ সময় সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের বিকল্প নেই জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, অতীতে ফখরুদ্দীন ও মঈনুদ্দিন সরকার তিন মাসের কথা বলে দুই বছর সময় ক্ষেপণ করে একটি নতজানু নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করেছিল। আগামীতে যেন এরকম না ঘটে সেজন্য গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। তাহলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবে।
মান্না বলেন, সরকার পদ্মা সেতু উদ্বোধনের নামে যেভাবে ঢাকঢোল পিটিয়ে ভারতীয় শিল্পীদের দেশে এনে নাচ-গানের চিন্তা করছে, এগুলোর জন্য একদিন জবাবদিহিতা করতে হবে।
সূত্র: আরটিভি