প্রকাশ : ১২ জুন ২০২২, ১৯:২০
'বলির পাঠা' খালেদা জিয়া : ড. হাছান মাহমুদ
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনৈতিক দুরভিসন্ধি কিংবা অভিলাষ পূর্ণ করার চেষ্টা করছেন বিএনপি নেতারা। খালেদা জিয়ার অসুস্থতার জন্য তাকে 'বলির পাঠা' বানানোও ঠিক নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (১২ জুন) দুপুরে সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়য়ের সম্মেলন কক্ষে ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপি খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর দাবি জানিয়ে সমাবেশ করছে এ বিষয়ে মতামত জানতে চাইলে হাছান মাহমুদ গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের চিকিৎসকরাই খালেদা জিয়াকে সুস্থ করতে পারেন। এর আগেও যখন তিনি হাসপাতালে ছিলেন চিকিৎসকরা তা প্রমাণ করেছেন। সে সময়েও বিএনপি সকাল-বিকেল-সন্ধ্যায় সমাবেশ করে বলত, খালেদা জিয়াকে বিদেশ না নিলে বাঁচবেন না, তাঁর জীবন সংকটাপন্ন। যখন তারা এগুলো বলেই যাচ্ছিলেন তখনই খালেদা জিয়া দুই দফায় সুস্থ হয়ে বাড়ি গেছেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, এবার খালেদা জিয়ার মাইল্ড অ্যাটাক হয়েছে। ইতোমধ্যে রিং পরানো হয়েছে। আশা করি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি যাবেন। বিদেশ নেওয়ার যে দাবি, এটা হচ্ছে রাজনৈতিক দাবি।
এ ছাড়াও মোড়ক উন্মোচনের এক পর্যায়ে হাছান মাহমুদ মন্তব্য করেন বাজেট না পড়েই বিবৃতি দিয়ে দেয় বিএনপি। বাজেটের আগের দিনেই তারা প্রতিক্রিয়ার বিবৃতি লিখে রাখে।
সূত্র: আরটিভি