রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে

প্রকাশ : ১২ জুন ২০২২, ১৫:০০

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ
অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে তাকে বিদেশে পাঠানোর পাশাপাশি তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করছে বিএনপি।

আজ রবিবার (১২ জুন) সকাল ১০টার দিকে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় এ সমাবেশ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে প্রেসক্লাবের সামনের সড়ক বিএনপির নেতা-কর্মীতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। একপর্যায়ে প্রেসক্লাবের সামনের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার উদ্যোগে সমাবেশের আয়োজন করা হলে ছাত্রদল, যুবদলসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও এতে অংশ নিচ্ছেন।

বিএনপির এই সমাবেশে কেন্দ্র করে সমাবেশস্থলের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। আজ সকালে গণমাধ্যমকে তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে। দুশ্চিন্তা করার মতো পরিস্থিতি নেই। তিনি কথা-বার্তা বলতে পারছেন।

গতকাল হার্টে রিং পরানোর পর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সার্বক্ষণিক তার খোঁজ-খবর রাখছেন বলে জানান শায়রুল কবির।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়