প্রকাশ : ০৮ জুন ২০২২, ১৯:৫৮
ভারতে মহানবী (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার : সুনাম
ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে যে বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তা প্রত্যাখ্যান করে তাদের প্রতি তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে সুফিবাদি নাগরিক মজলিস, সুনাম-এর নেতৃবৃন্দ।
সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. মোহাম্মদ শাহ জালাল ও সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান খন্দকার এক যৌথ বিবৃতিতে বিজেপির এই ন্যক্কারজনক ও নিন্দনীয় ঘটনার তীব্র সমালোচনাও করেন।
নেতৃদ্বয় বলেন, আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীলতার ধর্মে বিশ্বাসী।তাই বলে বিশ্ব মানবতার মুক্তিদূত মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করলে মুসলিম উম্মাহ নিরব থাকবে না। তারা বলেন, এমন দায়িত্বজ্ঞানহীন ও কাণ্ডজ্ঞানহীন বিতর্কিত বক্তব্যের জন্য ভারত সরকারকে অবিলম্বে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে।
আমাদের পবিত্র ধর্মের উপর এমন অগ্রহণযোগ্য কটুক্তি ও মুসলিম উম্মার হৃদয়ে এমন আঘাত কোনোভাবেই মেনে নেয়া যায় না বলে তারা বিবৃতিতে উল্লেখ করেন।তারা বাংলাদেশ সরকারকেও আনুষ্ঠানিকভাবে নিন্দা ও প্রতিবাদ করার দাবি জানান।তারা ভারতের বিভিন্ন প্রদেশে মুসলিমদের উপর নিপীড়ন বন্ধ ও ভারতীয় পণ্য বর্জনেরও ডাক দেন।