শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে

প্রকাশ : ০৭ জুন ২০২২, ১৬:১৩

তারেক রহমান অন্য দেশে নাগরিকত্বের আবেদন করেননি : ফখরুল

তারেক রহমান অন্য দেশে নাগরিকত্বের আবেদন করেননি : ফখরুল
অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জন্মগতভাবে বাংলাদেশি নাগরিক এবং অন্য কোনো দেশের নাগরিকত্বের জন্য তিনি আবেদনও করেননি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

বিএনপির কর্মসূচি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দলীয় সভায় সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে যে মন্তব্য করেছেন, তার ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ’ জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকারের চক্রান্তের ফলে তারেক রহমান নির্বাসিত অবস্থায় বৈধভাবেই যুক্তরাজ্যে অবস্থান করছেন।

ফখরুল আরও বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। ওবায়দুল কাদেরের অসত্য তথ্য প্রদানের জন্য বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মনে করে।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়