প্রকাশ : ০৬ জুন ২০২২, ১৫:৩১
‘সীতাকুণ্ডের আগুনের জন্য সরকার সম্পূর্ণ দায়ী’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীতাকুণ্ডের ঘটনা একটা মর্মান্তিক ঘটনা। কতটা দায়িত্বহীন, কতটা অযোগ্যতা সরকার আবার প্রমাণ করেছে।
তিনি বলেন, এখানে যে কনটেইনারগুলো ছিল তার কোন মনিটরিং করা হয় নাই। এগুলোর ভেতরে যে ধার্য পদার্থ আছে এই বিষয়ে সরকারের কোনো প্রতিরোধের মাথাব্যথা নাই। দেখাশোনার চিন্তা ভাবনা নাই। এখানে কোন অগ্নিনির্বাপক ব্যবস্থাও ছিল না।
সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ফখরুল এ সব কথা বলেন।
তিনি বলেন, সীতাকুণ্ডে আগুন লাগার জন্য সরকার সম্পূর্ণ দায়ী। যেখানে দাহ্য পদার্থ রাখা হয়েছে সেখানে প্রতিরোধ করার কোন ব্যবস্থা ছিল না। বর্তমান সরকার ও তার এমপি-মন্ত্রীরা দায়িত্বহীন ও অবহেলার কারণে এ সকল ঘটনা ঘটছে। এখন যে কনটেইনারগুলো আছে সে কনটেইনারগুলো আইনের আওতায় আনা প্রয়োজন। আমি মনে করি সরকারের অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত।
আরও বলেন, তারা যে কতটা দায়িত্বহীন হয়ে পড়েছে, মূল বিষয় থেকে কত দূরে চলে গেছে, তা বাস্তবতার সাথে কোন মিল নাই। মানুষের জীবন রক্ষাকারী দলগুলোকে দুর্বল করে রেখেছে সরকার। তাদের একমাত্র সক্ষমতা বিরোধীদল দমন। দেশে কোন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা নাই। কিন্তু বিদেশে দেখেন খিচুড়ি রান্না করলেও তাকে ট্রেনিং দেওয়া হয়।
সূত্র: দেশ রূপান্তর