প্রকাশ : ০১ জুন ২০২২, ১৮:৫৬
আওয়ামী লীগের সম্মেলন কবে, জানালেন শেখ হাসিনা
২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন হয়। ৩ বছরের কমিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বর মাসেই। এইবারও নির্ধারিত সময়েই সম্মেলন করতে চায় আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানালেন একই কথা।
বুধবার (১ জুন) গণভবনে দলের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী ডিসেম্বরের মধ্যে হবে।
তিনি বলেন, ক্ষমতায় আসার পর তৃণমূল থেকে উন্নয়ন করেছি। আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু একটা চ্যালেঞ্জ ছিল। নিজের অর্থে সেই সেতু করেছি। ২৫ জুন উদ্বোধন করবো, ইনশাল্লাহ।
বাজেটের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়ে জয়ী হয়ে সরকার গঠন করি। সেই ইশতেহার ভুলিনি। প্রতিবার বাজেট ঘোষণার সময় ইশতেহার হাতে নিয়ে কতটুকু অর্জন করতে পারলাম, আর কতটুকু আমাদের সামনে করতে হবে সেগুলো বিবেচনা করি। তারপর বাজেট করা হয়। এবারও তাই করছি।
সূত্র: আরটিভি