বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ২২:৫১

আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি সহানুভূতি বিএনপি নেতার

আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি সহানুভূতি বিএনপি নেতার
নিজস্ব প্রতিবেদক

গোটা দেশে বিএন‌পির কে‌ন্দ্রীয় নেতাসহ জেলার নেতারা যখন আওয়ামী লী‌গ ও তাদের অনুসারীদের বিরুদ্ধে সোচ্চার। এ বিষয়ে বিন্দু প‌রিমাণ ছাড় দিতে রা‌জি নারাজ, ঠিক তখনই আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএন‌পির সভাপ‌তি আব্দুর রহমান ফরা‌জি। উপজেলা আওয়ামী লীগের সব নেতাকর্মী‌কে বিএন‌পিতে যোগদানের আহ্বানও জানিয়েছেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘রাঙ্গাবালীতে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিবে বিএনপি। আ‌মি উপজেলা বিএন‌পির সভাপতি আব্দুর রহমান ফরাজি আপনাদের পাশে আ‌ছি।’ দুই‌দিন আগে দেওয়া ৩‌ মি‌নিট ২১‌ সেকেন্ডব্যাপী তার এমন এক‌টি ভি‌ডিও শুক্রবার (৮ নভেম্বর) বিকেল থেকে সামা‌জিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিষয়টি নিয়ে রাঙ্গাবালী উপজেলা বিএন‌পির একা‌ধিক নেতৃবৃন্দ নাম প্রকা‌শ না করার শর্তে জানান, শ‌নিবার রাঙ্গাবালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএন‌পির এক জনসভা রয়েছে। জনসভা উপলক্ষে বুধবার বিকেলে রাজার বাজার এলাকায় পথসভায় এ বক্তব্য দেন ফরা‌জি।

এ বিষয়ে জানতে চাইলে রহমান ফরা‌জি মোবাইল ফোনে বলেন আ‌মি ওভাবে ব‌লিনি। যারা নিরীহ আওয়ামী লীগ তাদের‌কে আ‌মি দলে আসতে বলে‌ছি। যারা সন্ত্রাস করেছে তাদের বিষয়ে কোনো ছাড় নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়