বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ২২:৩৯

ফ্যাসিস্ট ও তার দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইন হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি

ফ্যাসিস্ট ও তার দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইন হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যারা আস্ফালন দেখাচ্ছেন, প্রশাসন এবং আইনশৃঙ্খলাবাহিনীকে অনুরোধ করবো অনতিবিলম্বে এই গণহত্যাকারী ও তাদের দোসরদেরকে গ্রেফতার করুণ। দেশের জনগণকে স্বস্তি প্রদান করুন। আপনারা যদি আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হন, জনগণ কিন্তু আইন নিজের হাতে তুলে নেবে। আমরা চাই না জনগণ আইন নিজের হাতে তুলে নিক।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে ‘গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ‘বিভাগীয় সমাবেশে এসব বলেন তিনি।

নুর বলেন, আমরা দেখতে পাচ্ছি, সারাদেশে যারা আওযামী লীগের দোসর হিসেবে ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদের আস্ফালন থামেনি। এই রংপুরের মাটিতে গণঅধিকার পরিষদের নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। আজকের এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, রংপুরের মাটি আবু সাঈদের মাটি। সারাদেশ ছাত্রজনতার রক্তে রঞ্জিত মাটি। রক্তের দাগ এখনও শুকায় নাই। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তার সমুচিত জবাব দেয়া হবে। বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। আওয়ামী লীগের দোসর যারা ছিলেন, তাদের জায়গা এই দেশে হবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়