প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৩:৪৩
সমন্বয়কদের সঙ্গে দেখা করতে গিয়ে যা বললেন সোহেল তাজ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সম্পদ ধ্বংস হয়েছে, তা জনগণের টাকায় আবার করা যাবে। কিন্তু প্রাণের তুলনায় এই সম্পদ কিছুই নয়।
সোমবার (২৯ জুলাই) রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এদিন পুলিশের হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে দেখা করতে যান তিনি। তবে সমন্বয়কদের সঙ্গে দেখা করতে পারেননি।
সমন্বয়কদের সঙ্গে দেখা করতে ব্যর্থ হয়ে সাংবাদিকদের সোহেল তাজ বলেন, বিবেকের তাড়নায়, সাধারণ নাগরিক হিসেবে সমন্বয়কদের সঙ্গে দেখা করতে ডিবিতে এসেছি। দেশের ওপর সবার হক আছে, এ জন্য এসেছি। ছাত্র-ছাত্রীদের বুকে যেন আর একটা গুলিও না করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, প্রতিটা প্রাণহানির বিচার করতে হবে।
আন্দোলনকারীদের অনুপ্রেরণা জুগিয়ে সাবেক প্রতিমন্ত্রী বলেন, ‘এই দেশ তোমাদের, আশা ছাড়া যাবে না। সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে হবে।’