শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে

প্রকাশ : ২৯ মে ২০২২, ১৫:৩০

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় : জি এম কাদের

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় : জি এম কাদের
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্বরত বাংলাদেশের গর্বিত সদস্যদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

রোববার (২৯ মে) এক অভিনন্দন বার্তায় বিশ্বশান্তি রক্ষায় সব দেশের শান্তিরক্ষীদের প্রতি শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি শান্তিরক্ষী মিশনে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

জি এম কাদের বলেন, সাহসিকতা, বীরত্ব আর কর্মনিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, সূর্যসন্তানরা শান্তিরক্ষী মিশনে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।

অভিনন্দন বার্তায় জি এম কাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে স্মরণ করে বলেন, পল্লীবন্ধু সব রাজনৈতিক দলের বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে সৈন্য পাঠিয়েছিলেন।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়