শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে

প্রকাশ : ২৮ মে ২০২২, ১৯:২২

দেশে বিচার বলে কিছু নেই : মির্জা ফখরুল

দেশে বিচার বলে কিছু নেই : মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইলিয়াসসহ সব বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা হামলা মামলা দিয়ে একের পর এক হয়রানি করছে সরকার।

শনিবার (২৮ মে) দুপুরে ঝিনাইদহের ডাকবাংলায় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত না। তারা দেশকে লুটপাটের রাজত্বে পরিণত করেছে। দেশকে মাফিয়ার দেশে পরিণত করেছে। দেশে বিচার বলে কিছু নেই।

এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক এস এস মশিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্যে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান, মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়