শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে

প্রকাশ : ২৭ মে ২০২২, ১৬:০৫

'শ্রীলঙ্কার মতো অবস্থা দেখতে না চাইলে পদত্যাগ করুন'

'শ্রীলঙ্কার মতো অবস্থা দেখতে না চাইলে পদত্যাগ করুন'
অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যদি আপনারা শ্রীলঙ্কার রাস্তার মতো অবস্থা দেখতে না চান তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন।

আরও বলেন, এ দেশে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকারই খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে এসে স্বাধীনভাবে রাজনীতি করার ব্যবস্থা করে দেবে। সেটা তো আমাদের সরকার, এ দেশের নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করবে।

শুক্রবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ সব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে হামলার প্রতিবাদে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

ঢাকা উত্তর বিএনপি'র আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব আমিরুল হক ও দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম মজনুর যৌথ সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়