প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০১:৫৫
‘সামাজিক মাধ্যম ব্যবহার করে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে’
সামাজিক মাধ্যম ব্যবহার করে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে আখাউড়ায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিএনপির ষড়যন্ত্র কিন্তু এখনও বন্ধ হয় নাই, যে কোনো একটা ছোটখাটো ব্যাপার নিয়ে এই বিএনপি-জামায়াত সামাজিক মাধ্যম ব্যবহার করে দেশে একটা অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আইনমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা যদি কেউ করে আর সেই ষড়যন্ত্র যদি আপনারা জানেন তাহলে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আপনারাই পদক্ষেপ নেবেন।
আইনমন্ত্রী আরও বলেন, আমরা যদি সজাগ থাকি, আমরা যদি সচেতন থাকি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছাতে আর কোনো বাধা থাকবে না।