প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০
‘ইসলামের নির্দেশ অনুযায়ী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মহানবি (সা.) ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে চায় ইসলামের নির্দেশ মতে তাদের প্রতিহত করতে হবে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরান ঢাকার হোসাইনি দালানে তরিকত মাওলা গ্রুপ আয়োজিত ঈদে মিলাদুন্নবীর এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কামরুল ইসলাম বলেন, মহানবি হযরত মুহাম্মদ (সা.) শিশুকাল থেকেই একজন এতিম হিসেবে বড় হয়েছেন। যৌবনের আগেই তিনি আল আমিন অর্থাৎ বিশ্বাসী হিসেবে সবার কাছে পরিচিত হয়েছেন। একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন। এর বাইরে তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন।
অ্যাডভোকেট কামরুল ইসলাম আরও বলেন, পৃথিবীর প্রথম সংবিধান হলো মদিনা সনদ। মদিনা সনদ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক করেছিলেন। ইসলামই প্রথম শিখিয়েছিল একটি রাষ্ট্রে সব ধর্মের মানুষের সমান অধিকার। হানাহানি পরিহার করে সব মানুষের সমান অধিকার তিনিই দেখিয়ে গেছেন। কোনো রকম বিদ্বেষ ছিল না।
দেশপ্রেম ঈমানের অঙ্গ উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশে অনেক পার্থক্য। এটা আপনারা নিজেরাই স্বীকার করেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সফল রাষ্ট্রনায়ক। দেশপ্রেম যদি ঈমানের অঙ্গ হয় আমরা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাই না।
সরকারের নানা উন্নয়নের কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী মসজিদভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু করেছেন। যেটা আমরা ছোটবেলায় মসজিদে গিয়ে পড়তাম।
তরিকত মাওলা গ্রুপ বাংলাদেশের আহলা দরবার শরিফের পীর সৈয়দ মোহাম্মদ এমদাদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ।