প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৫
কোনও রক্তচক্ষুকে ভয় পাই না
যারা দেশে দেশে গণতন্ত্র হত্যা করে তাদের কাছে গণতন্ত্র শিখতে হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় তিনি বলেন, গত ১৫ বছরে দেশের ভেতরে ও বাহিরে বহু ষড়যন্ত্র হয়েছে। আমরা সমস্ত বেড়াজাল ছিন্ন করে এগিয়ে যাব, কোনও রক্তচক্ষুদের ভয় পাই না।
রবিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রীতিলতা ওয়েদ্দারের ৯৩তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে বিদেশি কোনও পর্যবেক্ষণ দল না আসলেও কোনও সমস্যা নাই, আমাদের নির্বাচন আমরা করবো।
বিএনপি জামায়াত চক্র দেশ বিরোধী এবং নির্বাচন বানচাল করর চেষ্টা চালাচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এই নির্বাচনে বিদেশি পর্যেবক্ষকরা আসলে স্বাগত না আসলেও কোনও সমস্যা নেই। এই দেশে আমরা কি করবে সেটা আমাদের বিষয়।
ড. হাছান মাহমুদ বলেন, ভিসানীতি ঘোষণা নিয়ে নানা কথা বলছে বিএনপি এসব বলে লাভ নেই। আমেরিকা আমাদের বন্ধু এবং বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। এই নীতি তাদের জন্য যারা নির্বাচনে বাধা দিবে।