প্রকাশ : ২২ মে ২০২২, ১৯:১২
‘ই-সিগারেট বন্ধের দাবি’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ই-সিগারেট বন্ধের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, অনেকেই সিগারেটের বিকল্প হিসেবে ই-সিগারেট ব্যবহার করেন। এটিও বিড়ি-সিগারেটের মতোই সমান ক্ষতিকর।
রোববার (২২ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণ আইন সময়োপযোগীকরণে নীতি নির্ধারকদের কাছে প্রত্যাশা শীর্ষক এক সেমিনারে তিনি এই দাবি জানান। সেমিনারটি আয়োজন করে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ)।
মন্ত্রী বলেন, তামাকদ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিক বিবেচনা করে তামাকদ্রব্য নিয়ন্ত্রণে বর্তমান সরকার ২০১৩ সালে তামাক নিয়ন্ত্রণ আইনের বেশ কিছু ধারা সংশোধন করে। এ ছাড়া ২০১৫ সালে তামাক নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করা হয়।
এ সময় তামাকদ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিকগুলো নতুন প্রজন্মের সামনে বেশি বেশি করে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে এ আইন সময়োপযোগী করতে আরও বেশ কিছু ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে।
সূত্র: আরটিভি